ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
ডিমলায় বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে জৈব সার

ডিমলায় বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে জৈব সার

ডিমলায় বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে জৈব সার

বাদশা সেকেন্দার (ভুট্টু), ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,

তিস্তা নদীর চরাঞ্চলের তীরবর্তী ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা চর। দেশের বিভিন্ন জায়গার জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে জমিতে জৈব পদার্থ কমে যাচ্ছে। জমিতে পাঁচ ভাগ জৈব পদার্থ থাকার নিয়ম থাকলেও বর্তমানে আছে এক ভাগ। সোমবার (২৫ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে জৈব সারের কারখানাটি পরিদর্শন শেষে অত্র এলাকার আব্দুল গফুরের পুত্র হাচানুর রহমান সহ আরো অনেকে আনন্দ উচ্ছ¡াস্বের সহিত বলেছেন প্যারাগন কোম্পানী কারখানাটি আসায় এলাকার শতাধিক মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ হয়েছে। জৈব সার ব্যবহারের কারণে গত বছরের চেয়েও এবার খেতের ফলন ভালো হয়েছে। ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানীতে পরীক্ষামূলক ভাবে প্যারাগন এগ্রো কোম্পানীটি ৩ একর জমির মধ্যে জৈব সারের কারখানা স্থাপন করেছে। আলু, ভুট্টা, বাদাম, মরিচ ইত্যাদি বিভিন্ন ফসলে কৃষকেরা এ সার ব্যবহার করছেন। দূর-দূরান্তের কৃষকেরা প্রতিদিন জেলার বিভিন্ন ডিলারের কাছ থেকে জৈব সার সংগ্রহ করে কৃষিকাজে ব্যবহার করছেন। এ ব্যাপারে প্যারাগন এগ্রো লিমিটেড কোম্পানির অর্গানিক ফার্টিলাইজার অফিসার সাব্বির হোসাইন এর সাথে কথা বললে তিনি বলেন আমরা ১০টি উপাদান দিয়ে জৈব সার তৈরি করছি সেগুলো হলো গোবর, পোল্ট্রি লিটার, কাঠের গুড়া, পেশমার্ড, তামাক গুড়া, ছাই, টাইকোর্ডোমা, মোলাসেস, সায়াডাস্ট, কোকোডাস্ট দিয়ে জৈব সার তৈরী করছি এবং পরীক্ষামূলক ভাবে বাজারজাত করে সুনাম অর্জন করছে। জৈব সার ব্যবহার উপযোগী কিনা পরীক্ষায় সংশ্লিষ্ট দপ্তরে নমুনা পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে পুরোদমে জৈব সার বাজারজাত করা হবে। তিনি আরো বলেন, পরীক্ষামূলক ভাবে স্থানীয় কৃষকেরা আমাদের কোম্পানীর জৈব সার নিয়ে প্রয়োগ করছেন ফসলি জমিতে। আশানুরুপ ফলাফলও পাচ্ছেন তারা এবং প্রতিদিন ১ থেকে দেড় টন করে জৈব সার উৎপাদন করে প্যাকেজিং করা হচ্ছে। এলাকার পরিবেশ রক্ষার্থে কারখানা ও আশপাশ এলাকায় নিয়মিত ভাবে ফিনাইল, স্যাভলন ও ব্লিচিং পাউডার স্প্রে করা হয়। এছাড়াও প্যারাগন এগ্রো লিমিটেড’র “প্যারাগন জৈব সার তৈরী পুরোদমে উৎপাদন শুরু হলে নতুন করে অনেক লোকের কর্মসংস্থান হবে বলে আমি মনেকরি। এ বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলীর নিকট প্যারাগন জৈব কারখানা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন স্বাস্থ্যসম্মত খাদ্য পেতে মাটিতে জৈব সার দিয়ে ফসল ফলানোর কোনো বিকল্প নেই। তাই বর্তমানে জৈব সার দিয়ে ফসল ফলানোর প্রক্রিয়া জনপ্রিয় হচ্ছে। মাটির গঠন ও গুণাগুণ ঠিক রাখতে হলে জৈব সার ব্যবহার করে মাটিকে উৎপাদনক্ষম করতে হবে। তাই জৈব সার তৈরি ও সংরক্ষণের ব্যাপারে কৃষকদের যতœবান হওয়া প্রয়োজন। প্যারাগন কোম্পানিটি জৈব সার কারখানা সরকারী অনুমোদন পেলে কৃষিকাজে ব্যাপক ভূমিকা পালন করবে এবং কৃষকরা উপকৃত হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST