স্টাফ রিপোর্টার,
নীলফামারীর জলঢাকায় প্রস্তুতি কমিটির সভায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ সোমবার (২৫ জুলাই/২২) দুপুরে ডালিয়া সড়ক জলঢাকা উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর হামীদুল এহসান চানুর আহবানে নেতাকর্মীদের উপস্থিতিতে তিনিই লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এড, মমতাজুল হকের উপর হামলাকারীদের শাস্তি দাবি করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ আলী, দেলোয়ার হোসেন,আইন বিষয়ক সম্পাদক মহসিন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমিনুর রহমানসহ আরও অনেকে। গতকাল রবিবার রাতে ৩০ জুলাই সম্মেলনেক ঘিরে প্রস্তুতি কমিটির সভায় হামলার স্বীকার হয় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।। সংবাদ সম্মেলনে দাবি করেন, সাবেক এমপি গোলাম মোস্তফার অনুসারীরা হামলা করে আহত করে,উপজেলা সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল সহ জেলা নেতৃবৃন্দ কে। লিখিত বক্তব্য তিনি আরও বলেন,শুধু তাই নয় সাবেক এমপি গোলাম মোস্তফা নিজে জামাত শিবিরের চাকরি দিয়ে অবৈধভাবে টাকার পাহাড় গড়েছে ।