ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে চালু হলো মাইকোর্ট অ্যাপ-ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ তথ্য। নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যাবসায়ী আটক। নীলফামারীতে সন্ত্রাসীদের তান্ডবে বাড়ি ছাড়া ২১ পরিবারের সংবাদ সম্মেলন নীলফামারী থেকে রংপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নীলফামারীতে নেকবক্ত উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ নীলফামারীতে পুলিশ সুপার গোলাম সবুরের সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেলেন সোয়াদ নীলফামারীতে রের্কডীয় রাস্তায় দোকান নির্মাণ, চলাচলের চরম ভোগান্তিতে ৬টি পরিবার নীলফামারীতে সুধীজনের সাথে মানবাধিকার কমিশনের মতবিনিময় পঞ্চগড়ে এমপি রানার মন্দির দখল,ব্যাবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ নীলফামারীতে অনলাইন জুয়ার বিদেশী জাল চেক,ল্যাপটপ ও টাকা উদ্ধার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

সিলেটে চার দফায় ভূমিকম্প অনুভূত।

সিলেট প্রতিবেদক,

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদ হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে।
এদিকে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের। শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে ৩ টি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার( ২৭ জুলাই /২২) দুপুরে ভিসি বাংলোয় এক সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে বিশ্ব বিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানো, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা, ঘাতকদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পূরণ করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বুলবুল আহমদ নিহত হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনকে দ্রুত রহস্য উদঘাটন করে ঘাতকদের আইনের আওতায় আনার জন্য চাপে রেখেছিলাম।এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা দ্রততম সময়ের মধ্যে ঘাতকদের বিচার কাজ শুরুর দাবি জানান।এর আগে গতরাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের সময় সঙ্গে থাকা বান্ধবী মার্জিয়া ঊর্মিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসময় সে জানায়- কিলিং মিশনে মাস্ক পরা ৩ জন ছিলেন।

বুলবুল আহমদ হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আটক করেছে। একজনের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে বাকি দুজনকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনই জানাতে চায় না পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ছোরা ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের নিউজিল্যান্ড টিলা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন বুলবুল আহমদ। এ ঘটনায় ক্ষোভ বাড়ে শিক্ষার্থীদের। ৪ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় তারা। এর মধ্যে নিহত বুলবুল আহমদ এর নামে চত্বর ছাড়া ৩টি দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST