ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারীর আর্চার দিয়া পাচ্ছেন,শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

নীলফামারীর আর্চার দিয়া পাচ্ছেন,শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

নীলফামারীর আর্চার দিয়া পাচ্ছেন,উদীয়মান ক্রীড়াবিদের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

বিশেষ প্রতিবেদক,
নীলফামারীর মেয়ে আর্চার দিয়া সিদ্দিকী উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন।এই পুরস্কার পাওয়ায় দিয়ার পরিবারও খুশি।আগামীকাল শুক্রবার (০৫ আগস্ট) ভার্চুয়ালী এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশির দশকে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ছিল। ১৯৯১ সালের পর থেকে সেই পুরস্কার প্রদান স্থগিত হয়ে যায়। গত বছর থেকে এই পুরস্কার আবার চালু হয়েছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার হিসেবে। ওই অনুষ্ঠানেই প্রতি বছর নিয়মিত এই পুরস্কার প্রদানের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তারই ধারাবাহিকতায় আগামী ৫ আগষ্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে শুক্রবার (০৫ আগস্ট) ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নীলফামারীর পানি উন্নয়ন বোর্ডের পিছনে মধ্য হাড়ওয়ার পাইকার পাড়া এলাকার বাসিন্দা ও বাংলাভিশন টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকী ও শাহনাজ বেগম দম্পতির এক মেয়ে ও দুই ছেলে। দুই ভাইয়ের নয়নের মনি সবার বড় দিয়া সিদ্দিকী।পড়াশুনায় বিকেএসপিতে দিয়া সিদ্দিকী এইচ এস সি পরীক্ষার্থী ও সাইয়ান সিদ্দিকী ড্রীমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলে চতুর্থ শ্রেণীতে এবং ছমির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকে সিনান সিদ্দিকী অধ্যায়নরত।

মেয়ে দিয়া সিদ্দিকীর এ অর্জনে বাবা নূর আaলম সিদ্দিকীও ভীষণ খুশি। তিনি বলেন, শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অর্জনে আমরা গর্বিত। এই অর্জন শুধু একা দিয়ার কিংবা আমাদের না। এই অর্জন নীলফামারীবাসীর।

দিয়া সিদ্দিকী বলেন, ‘আমি পরিবারের বড় মেয়ে। আমার মা কখনোই চাননি, আমি ঘরের বাইরে যাই।খেলাধুলা নিয়ে বাড়ির বাইরে সময় কাটাই। খেলাধুলার বিপক্ষে ছিলেন মা। কিন্তু বাবা আমাকে সাপোর্ট করেছে ,খেলার সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ হাতছাড়া করিনি আমি। কঠোর অনুশীলন, ভালো পারফরমেন্স, মা-বাবা-শিক্ষক-কোচ সহ সকলের দোয়া আর ভাগ্য সব মিলিয়েই এই অর্জন।’

প্রসঙ্গত, ইসলামিক সলিডারিটি আরচারির আন্তর্জাতিক আসরে দিয়া সিদ্দিকী বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জয় করেন। দেশের ক্রীড়াঙ্গনেও উজ্জ্বল একটি নাম দিয়া সিদ্দিকী। জাতীয় আরচারি দলের অন্যতম সদস্য তিনি। প্রথম আন্তর্জাতিক অভিষেকেই স্বর্ণপদক জয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দেন দিয়া। এর আগে গত ৪জুন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা আর্চারের পুরস্কার পান দিয়া সিদ্দিকী। বিএসপিএ থেকে দেয়া বর্ষসেরা আর্চারের সঙ্গে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারও জিতেছে সে।সব শেষ পুরুস্কার বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) যে খানে দিয়া এবার এইচ এস সি পরীক্ষার্থী নিজের প্রতিষ্ঠান থেকেও বিকেএসপি’র শুরু থেকে এখন অবধি এই প্রথম ব্লু পুরুস্কার অর্জন করে দিয়া সিদ্দিকী।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST