ঘোষনা:
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপে, দেশের ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপে, দেশের ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

চট্টগ্রাম প্রতিবেদক,

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের অবস্থান, দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত/ আজ মঙ্গলবার (০৯-০৮-২২) সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ অবস্থানের কারণে দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বরেছে আবহাওয়া অধিদপ্তর। ওড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি ওড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্রে মেঘমালার কারণে উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কিছুটা বেড়েছে। সাগরের লঘুচাপটি আরও ঘণীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST