ডিমলা (নীলফামারী) প্রতিনিধি,
ডিমলা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও “দৈনিক মানবকন্ঠ” উপজেলা প্রতিনিধি বাদশা সেকেন্দার ভুট্টুর পিতা নুরুন্নবী ইসলাম (বিশ্ব-দুলাল) ইন্তেকাল করেন।আজ
বৃহস্পতিবার (১৮-আগস্ট/২২) সকালে ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সুত্রে জানা যায়, ওই দিনেই ঢাকা ইবনে সিনা হাসপাতাল থেকে তাঁর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে এসে রাত ১০ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে ডিমলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি-সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।