মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর/২২) দুপুরে জেলা বিএনপির আয়োজনে বিএনপির দলিয় কার্যালয় চত্ত¡রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপি নেতাদের জুলুম-নির্যাতন করেও ক্ষান্ত হয়নি। তারা এখন বিএনপিকে সভা-সমাবেশ করতেও বাধা দিচ্ছে। কিন্তু শত নির্যাতন করেও বিএনপিকে দাবায়ে রাখা যাবে না। এই সরকারের আর বেশি দিন হাতে নেই। বর্তমান স্বৈরাচার সরকারকে দমন করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ।আমরা এই সরকারকে পতন করেই তবে নিজ নিজ ঘরে ফিরবো। তাই সরকার পতনের আন্দোলনে বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আজিজ আহমেদ, মীর সেলিম মোস্তফা হক বাচ্চু প্রধান, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর-রহমান মাহবুব, সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলনসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা বিএনপির সকল নেতা-কর্মীরা স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক শ্লোগানে শ্লোগানে একটি বিশাশ র্যালি শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ করে।