মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ফোরাম, পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ সেপ্টেম্বর/২২) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপারে আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নীলফামারী জেলাকে নিরাপদ জেলা হিসেবে গড়তে সকলকে সহযোগীতা করতে হবে। আমরা একটি টিম হয়ে কাজ করবো।সেইসাথে আসন্ন হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান শ্বারর্দীয় দূর্গাপুজা উদযাপনে যেন কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে বিষয় সবার নজড়দারী সহ সহযোগিতা কামনা করে সন্ত্রাস, চুরি, জুয়া, মাদক মুক্ত করার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, এখন ডিজিটাল যুগ। অন্যায়কে ধাঁমাচাপা দেওয়ার কোন সুযোগ নেই। পুজা শুরুর আগেই জেলা ও উপজেলা থানার নিয়ন্ত্রণে আমরা হোয়াট্স এ্যাপে একটি আইডি করবো। সেখানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা যুক্ত থাকবে। পুজা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে এই আইডিতে পোস্ট করবো। তাহলে সেই পোস্ট পুলিশ সহ পুজা উদযাপন কমিটির সদস্যরা সাথে সাথে দেখতে পাবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ডস আপস) সাইফুল ইসলাম, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী সফিকুল ইসলাম ডাব্লু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু প্রামানিক, সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও মহিল ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, ডিআইও ওয়ান আব্দুর রাজ্জাক, ডিবি ওসি খ. মো. আখেরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী, সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হর্ষবর্ধন রায়সহ আরো অনেকে।