ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারীতে ডিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্ট প্রদান, সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ।

নীলফামারীতে ডিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্ট প্রদান, সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ।

স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে শারীরিক অসুস্থতার কারণে রক্ত পরীক্ষার জন্য গেলে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ উঠেছে ডিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে।

সোমবার (১৯ সেপ্টেম্বর/২২) ওই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী নিয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির এর কাছে লিখিত অভিযোগ করছেন ভূক্তোভুগী মোঃ রোকনুজ্জামান।

এভাবে প্রতিনিয়ত ভুল রিপোর্ট দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হরিলুট করছে বলে ও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগের ভিত্তিতে, গত ০২ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে শারীরিক অসুস্থ্যতার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ হাসানুল ইসলামের নীলফামারী নিজ চেম্বারে গেলে রোকনুজ্জামানকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলে। পরামর্শ অনুযায়ী তিনি সদর হাসপাতাল রোডে অবস্থিত ডিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করাতে দেয়। সেখানে হরমোন পরীক্ষার জন্য টিএসএইচ,এফটি৩ ও এফটি৪ এর পরীক্ষার ফলাফল বাবদ ২ হাজার ৯ শত টাকা নিয়ে চারদিন পর একটি নরমাল রিপোর্ট হাতে দেয়। তাতে সন্দেহ হওয়ায় গত ১১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে রংপুর পরমানু চিকিৎসা কেন্দ্রে একই পরীক্ষা করেন তিনি। ওই রিপোর্ট দেয় ১৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে। দুই রিপোর্ট নিয়ে ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে ডাক্তারের সাক্ষাত করলে ডি.জি কেয়ারের রিপোর্ট ভুল প্রমানিত হয়। এরপর রোকনুজ্জামানকে ডাক্তার রংপুর পরমানু চিকিৎসা কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী হাইপার থাইরওয়েড এর চিকিৎসা প্রদান করে ও এনডোক্রাইনোলজিষ্ট এর কাছে রেফার্ড করেন।

তাই ভুল রিপোর্ট দিয়ে শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য ডিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহনের দাবী ভুক্তোভুগী রোকনুজ্জামানের।

জানতে চাইলে ডিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক কাজী মামুনুর রশীদ বলেন, আমি স্যাম্পল নিয়ে রংপুর সেবা প্যাথলজিকাল সেন্টারে পাঠিয়েছিলাম। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST