নূর আলম সিদ্দিকী , বিশেষ প্রতিবেদক,
আসন্ন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ৮ জেলার সাথে ভার্চুয়াল আলোচনা সভা হয়েছে। আজ সোমবার দুপুরে (২৬ সেপ্টেম্বর/২২) রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম প্রধান অতিথি হিসেবে ৮টি জেলার সকল পুলিশ সুপার এবং পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা সভায় মিলিত হয়।নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এবং পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নীলফামারী জেলা শাখার সভাপতি উত্তম কুমার রায় বাদল ও সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নীলফামারী জেলা শাখার সভাপতি খোকারাম রায় ও সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী প্রমূখ।