ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
উৎসবমুখোর পরিবেশে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

উৎসবমুখোর পরিবেশে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর/২২) সকাল নয়টা থেকে একযোগে ৬ উপজেলার ৬ টি ভোট কেন্দে ১২টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহন চলবে দুপুর দুইটা পর্যন্ত।

প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে দুই জন করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও চার জন করে পুলিং কর্মকর্তা রয়েছেন। প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। তবে সকালে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।

অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে এসব কেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি টহলে রয়েছে দুই প্লাটুন বিজিবি। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছয় উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয়টি মোবাইল টীম মাঠে রয়েছে।

নির্বাচনে ৮৫৮ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৫৩ জন ও নারী ভোটার ২০৫ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ২১ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST