ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নীলফামারী জেলা জুয়েলার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী জেলা জুয়েলার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) নীলফামারী জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।

বুধবার (১৯ অক্টোবর/২২) সন্ধায় জেলা শহরের প্রজাপতি কমিউনিটি সেন্টারে জেলার জুয়েলারী ব্যবসায়ীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ¦ শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস স্ট্যান্ডিং অন ডিস্ট্রিক মনিটরিং কমিটির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়।

প্রধান অতিথি বলেন, ‘গার্মেন্টস শিল্পের পরেই যদি কোন রপ্তানী শিল্প থাকে সেটা হবে জুয়েলারী শিল্প। এই শিল্পের উন্নয়নে আমরা কাজ করছি আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে।’

তিনি আরও বলেন, ‘একসময়ে বাংলাদেশের স্বর্ণ শিল্পীদের নিয়ে আমরা গর্ব করতাম। আমাদেন নীতিমালা না থাকার কারণে দেশে নতুন নতুন শিল্পকারখানা গড়ে ওঠার পরিবর্তে বরং ধ্বংস হয়েছে। ফলে এসব শিল্পে জড়িত শিল্পীরা বেকার হয়ে পেশা ছেড়ে অন্য পেশায় গিয়েছেন, অথবা পাশর্^বর্তী দেশসহ বিভিন্ন দেশে গিয়ে তারা সুন্দরভাবে অলঙ্কার তৈরী করে ওই দেশের সুনাম অর্জণ করছেন। আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে নতুন যে শিল্পায়ন হতে যাচ্ছে এই শিল্পয়নে আবার সেই হারিয়ে যাওয়া, বিমুখ হওয়া সেই ঐতিহ্যবাহী হাজার হাজার স্বর্ণ শিল্পীদের কর্মসংস্থান হবে এবং তারা যেমনি পুণরবাসিত হতে পারবেন, দেশ তেমনি এগিয়ে যেতে পারবে।’

জেলা বাজুসের সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজুসের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপের কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব মোঃ রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং সদস্য এনামুল হক সোহেল। এছারাও সভায় রংপুর, দিনাজপুর ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে জেলা শাখার সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST