ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প নীলফামারীতে চলছে বালু বিক্রির মহোৎসব।দেখার কেউ নােই নীলফামারীতে দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ দুই বছর না পেরোতেই দেয়ালে ফাটল নীলফামারী জেলা মডেল মসজিদের নীলফামারীতে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক  নীলফামারীতে পদবী বাঁচাতে প্রধান শিক্ষকের হাত ধরে ক্ষমা চাইলেন বিএনপি নেতা নীলফামারীতে পুকুর খননের আড়ালে তিন ফসলি জমি নষ্ট করে মাটির ব্যবসা নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে আওয়ামী লীগ নেতার মনোনয়ন সুন্দরবনের উপকূলীয় অঞ্চল পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব  জলঢাকা হাসপাতালে ডাক্তারদের কর্ম বিরতি 
নীলফামারীর জলঢাকায় স্কুল ছুটি দিয়ে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন শিক্ষিকা

নীলফামারীর জলঢাকায় স্কুল ছুটি দিয়ে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন শিক্ষিকা

নীলফামারীর জলঢাকায় স্কুল ছুটি দিয়ে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন শিক্ষিকা

স্টাফ রিপোর্টার,

নীলফামারীর জলঢাকায় নির্ধারিত সময়ের দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা আগে স্কুল ছুটি দিয়ে শ্রেণিকক্ষের ভিতরেই শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে চর হলদিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুইটি আক্তারের বিরুদ্ধে। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে স্কুল সময়ে প্রাইভেট পড়ানো শিক্ষিকার এমন কর্মকান্ডে ক্ষোপের সৃষ্টি হয়েছে অভিভাবকসহ স্থানীয়দের জনমনে। এ ঘটনায় একদিকে যেমন প্রতারণার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা অন্যদিকে সরকারি সুযোগ সুবিধা উপভোগ করেও অপচয় ঘটাচ্ছে সরকারি বিদ্যুৎ। সরেজমিনে গিয়ে দেখা যায়,বিকেল ৩ঃ১০ মিনিটে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চর হলদিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা স্টানে নেই জাতীয় পতাকা। বিদ্যালয় ভবনের একটি শ্রেণিকক্ষ বাদে সবগুলো কক্ষেই ঝুলছে তালা। একটি কক্ষ খোলা থাকলেও সেই কক্ষে উক্ত স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন স্কুলের সহকারী শিক্ষিকা সুইটি আক্তার। তিনি ১ম শ্রেণী থেকে শুরু করে ৫ম শ্রেণী পর্যন্ত ২০ জন ছাত্রছাত্রীকে নিয়ে ওই কক্ষের ভেতরে গোল করে বসিয়ে প্রাইভেট পড়াচ্ছেন। প্রাইভেটে থাকা ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫ম শ্রেণীর ছাত্রী সিতু আক্তার,৪র্থ শ্রেণীর ছাত্রী সিনথিয়া,৩য় শ্রেণীর ছাত্র মেনাজুল ইসলাম,২য় শ্রেণীর ছাত্রী আরনিকা ও ১ম শ্রেণীর ছাত্রী আফরোজা মিম তারা প্রাইভেটে থাকা অবস্থায় বলেন,স্কুল বিকেল ৩টার মধ্যে ছুটি দিয়েছে। ম্যাডাম আমাদের এখানেই নিয়মিত প্রাইভেট পড়ায় এবং বিনিময়ে মাসে ১৫০ করে টাকা নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অভিভাবকদের মধ্যে অনেকে বলেন,প্রায় প্রতিদিনই আড়াইটা থেকে ৩টার মধ্যে স্কুল ছুটি দেয় এবং ছুটি দিয়ে সেখানে প্রাইভেট পড়ানো হয় বলে অভিযোগ করেন তারা। প্রাইভেট পড়া অবস্থায় অভিযুক্ত শিক্ষিকা সুইটি আক্তার বলেন,আমি এই স্কুলের সহকারী শিক্ষিকা এবং স্কুল ছুটি হয়েছে তাই এখানে প্রাইভেট পড়াচ্ছি। বিনিময়ে অভিভাবকদের কাছ থেকে মাসিক টাকা নেই। এ বিষয়ে চর হলদিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীম বলেন,অফিসিয়াল মিটিং থাকার কারনে মুভমেন্ট খাতায় স্বাক্ষর করে সুইটি ম্যাডামকে দায়িত্ব দিয়ে আমি স্কুল ত্যাগ করেছি। নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দিয়ে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ার বিষয়ে আমি কিছু জানি না। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ এর সাথে কথা হলে তিনি বলেন,সরকারি নীতিমালা অনুযায়ী স্কুল সোয়া ৪টা পর্যন্ত চলবে। যদি ওই স্কুল তার আগে ছুটি হয় তাহলে শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাইভেট পড়া বিষয়ে তিনি বলেন,এমন কাজ তো করতেই পারে না যদি বিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে স্কুল ফাঁকি দিয়ে প্রাইভেট পড়ায় তাহলে তদন্ত সাপেক্ষে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST