ফরহাদ ইসলাম স্টাফ রিপোর্টার,
নীলফামারীর জলঢাকায় সরকারি স্কুলের শ্রেণিকক্ষে টাকার বিনিময়ে প্রাইভেট পড়ানোর অভিযোগ ওঠে সহকারী শিক্ষিকা সুইটি আক্তারের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার চর হলদিবাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ নিয়ে গত ২৪ অক্টোবর বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মাদ তদন্ত সাপেক্ষে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা বললেও ঘটনার ১৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেননি তিনি। এ বিষয়ে অভিযুক্ত চর হলদিবাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা সুইটি আক্তারের সাথে কথা হলে তিনি জানান,‘‘আগে স্কুলের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াতাম,এখন বন্ধ রেখেছি। টাকার বিনিময়ে সরকারি স্কুলে প্রাইভেট পড়ানোর কারনে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না তা জানতে চাইলে তিনি বলেন,‘‘স্কুলের হেড স্যার ও আমার স্বামী সবাইকে ম্যানেজ করেছে, তাই কোন হয়নি।’’ চর হলদিবাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জসি বলেন,‘‘স্কুলের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেছে কি না তা জানতে চাইলে সাক্ষাতে দেখা করার কথা বলে ফোন কেটে দেন তিনি।’’এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মাদ বলেন,‘‘অতিদ্রæত তদন্ত করে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।’’ উল্লেখ্য, বিকেল ৩ টার মধ্যে চর হলদিবাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দেওয়ার পর স্কুলের শ্রেনিকক্ষেই একই স্কুলের ২৫/৩০ জন শিক্ষার্থীকে টাকার বিনিময়ে নিয়মিত প্রাইভেট পড়ান ওই স্কুলের সহকারী শিক্ষিকা সুইটি আক্তার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক টাকার বিনিময়ে স্কুলে প্রতিনিয়ত প্রাইভেট পড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।