স্টাফ রিপোর্টার,
নীলফামারী সদর উপজেলার দক্ষিণ রামকলা দ্বি-মূখী দাখিল মাদ্রাসার ১৪ কক্ষ বিশিষ্ঠ দ্বি-তলা একাডেমিক ভবন। যা ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের বাস্তবায়নে ১৯৯৫-৯৬ অর্থ বছরে ভবনটি নির্মাণ করা হয়।
সোমবার সকালে মাদ্রাসায় গেলে দেখা যায়, ৯৬ সালে ভবনটি নির্মাণ হলেও আজ সেটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেন দেখার কেউ নেই।
ষষ্ঠ শ্রেতি থেকে দাখিল পর্যন্ত ১৯১ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছে। শিক্ষকরাও পাঠদানের জন্য নিয়মিত মাদ্রাসায় আসছে। পড়াশুনা মানসম্মত হওয়ায় এবারে দাখিল পরীক্ষার্থী গতবারের চেয়ে বেশি। গত সেশনে দাখিল পরীক্ষায় পাশের হার ছিলো শতভাগ। এ বছরে ৩২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে,
এবারেও শতভাগ পাশ করবে বলে আশা মাদ্রাসার সুপারসহ সকল শিক্ষকের। তবে
ভবনের ছাদে প্লাস্টারের ফাটল দেখা দেয়ায় দূশ্চিন্তায় পরেছেন তাঁরা। কখন বিপদের সম্মুখীন হতে হয় তাদের।
২০০২ সাল থেকে সুপারের দায়িত্বে থাকা অবস্থায় আজ পর্যন্ত মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে সরকারি বা বে-সরকারি কোন বরাদ্দ পাননি বলে জানান প্রতিষ্ঠান প্রধান আজিজুল ইসলাম। তিনি আরও বলেন, সকল কক্ষ ঠিক থাকলেও আমার কক্ষের ছাদে ফাটল ধরেছে, আর্থিক সংকটের কারনে তা মেরামত করা যাচ্ছে না।
তবে আসাদুজ্জামান নুর এমপি মহোদয়ের কাছে গেলে তিনি আর একটি ভবনের বরাদ্দ দিবেন বলে আশ্বাস্ত করেন।
এবিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, লোক পাটিয়ে দেখতে হবে।