ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ১

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ১

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মশিয়ার রহমান নামে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মশিয়ার রহমানের পিতা মোঃ নায়েব আলী (৬০) বাদী হয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে কিশোরগঞ্জ থানায় সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। ভুক্তভোগী মোঃ মশিয়ার রহমান কিশোরগঞ্জ উপজেলার নিতাই পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

অভিযুক্তোরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার নিতাই পশ্চিম কাচারীপাড়া এলাকার মোঃ মশিয়ার রহমানের ছেলে মোঃ ফারুক হোসেন (৩০), মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ মাসুদ মিয়া (২৮), মোঃ রশিদুল ইসলামের ছেলে মোঃ কুসুম আলী (২৫), মোঃ জহুরুল হক ওরফে কেল্টু’ র ছেলে মোঃ ওবায়দুল ইসলাম (৩০), মৃত হাউরিয়া’ র ছেলে মোঃ ফকির হোসেন (৪৫) সহ আরও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়।

এজাহারের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভুক্তভোগী মশিয়ার রহমান গত শনিবার (২৭ নভেম্বর/২২) সকাল ৮ টার সময় সদর উপজেলার বাদিয়ার মোড় ফিলিং স্টেশন হতে ইট ভাটার কয়লা ক্রয়ের জন্য নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। একপর্যায়ে অভিযুক্তদের বাড়ির সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী বাহিনীরা ভুক্তভোগী মোঃ মশিয়ার রহমানকে একা পেয়ে তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

ভুক্তভোগী তাদের গালাগালির প্রতিবাদ করলে অভিযুক্তরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোঠা, লোহার রড, ছোরাসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ওই যুবকের উপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসী বাহিনীরা অভিযুক্ত মাসুদ মিয়ার নির্দেশে ভুক্তোভুগীর শরীরের বিভিন্ন স্থানে ছেলা ও ফোলা জখম করে এবং মোঃ কুসুম আলী যুবকের পূর্বে পেটে অপারেশনকৃত স্থানে সজোরে লাথি মারলে তার পেটের সেলাই ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে ভুক্তোভুগী কাতরহাল হয়ে মাটিতে পড়ে থাকলে ওবায়দুল ইসলাম হত্যার উদ্দেশ্যে যুবকের গলা চিপে শ্বাসরোধের চেষ্টা করে।

একপর্যায়ে ওই যুবককে এলোপাতাড়ি মারধর করে আসামিরা তার সাথে থাকা নগদ ২ লক্ষ ২৫ হাজার বের করে নেয়। সেইসাথে মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। তাতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। এরপর যুবকের মৃত্যু নিশ্চিত ভেবে হাত-পা বেঁধে রাস্তার ফেলে চলে যায় সন্ত্রাসী বাহিনীরা। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত ওই যুবককে উদ্ধার করে থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তোভুগী যুবককে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অবস্থা গুরুতর হওয়ায় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক যুবককে রংপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। তাই সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী ভুক্তোভুগী পরিবারের।

জানতে চাইলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় বলেন, এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST