তানভীর ইসলাম ,রাবি প্রতিনিধি , বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি। গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়।
কাউন্সিলের সদস্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ ইমতিয়াজ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার যে সুনাম রয়েছে তা সারাদেশে প্রশংসিত। সমন্বিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার স্বকীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আরেকজন সদস্য আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ বলেন, দীর্ঘ তিন ঘণ্টার সভা শেষে অধিকাংশ শিক্ষক সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত জানান।
তবে সভায় উঠে এসেছে যে, মেডিকেলগুলোর ন্যায় বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে পরীক্ষা নিতে পারে। সেক্ষেত্রে ১৯৭৩-এর অ্যাক্ট অনুযায়ী চলা বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিত পরীক্ষা নিতে চাইলে এক্ষেত্রে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবে।