তৌফিক এলাহী, স্টাফ রিপোর্টার
বছরের প্রথম দিনেই সারাদেশের স্কুলে স্কুলে বই উৎসব পালিত হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত সোনামণিরা।
করোনার কারণে গত দু’বছর এমনটি দেখা যায়নি। তাই খোলামেলাভাবে বই দিতে পেরে খুশি শিক্ষকরাও।
বাঁধভাঙা আনন্দ-উদ্দীপনার মধ্যদিয়ে বই উৎসব পালিত হয়েছে নীলফামারীর শেখ রাসেল পাবলিক স্কুলেও।
স্কুলের প্রধান শিক্ষক করুণা কান্ত রায় বলেন, এবার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত। বাচ্চাদের মুখে হাসিই শিক্ষকদের আনন্দ।
তিনি আরও বলেন, ১৫-২০ বছর আগে জানুয়ারির এক তারিখ বাচ্চাদের মাঝে বই দেওয়া চিন্তাও করা যেত না। ডিজিটাল বাংলাদেশ বলেই এটি সম্ভব হচ্ছে।
তিনি জানান, স্কুলটির অবকাঠামোগত উন্নয়ন না হলেও শিক্ষিত জাতি বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এবার এসএসসিতে শতভাগ পাশ করেছে স্কুলটি থেকে।
এরআগে, শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ বছরের নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর জন্য ২০২৩ শিক্ষাবর্ষে প্রায় ৩৫ কোটি পাঠ্যবই ছাপা হয়েছে।
এরমধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে এই স্তরে ৯ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই।
এছাড়াও, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষার বই ছাপা হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৭৭ কপি।