ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
সাদুল্লাপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ।

সাদুল্লাপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ।

গাইবান্ধা প্রতিনিধি ,
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার সবার জন্য বাসস্থান’ নিশ্চিতে গাইবান্ধার সাদুল্লাপুরে ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ’ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এছাড়া একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, স্কুল-কলেজসহ সরকারী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসক প্রথমে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে নির্মাণাধীন গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন। সেখান থেকে তিনি পরিদর্শন করেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ভাতগ্রাম স্কুল এণ্ড কলেজ, পাকুড়িয়ার বিলসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প। পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা ইদ্রিস আলী, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়া খান বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি, অতিরিক্ত দায়িত্ব) মো. আরিফ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন সরকার, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু। এছাড়া পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুধি মহল উপস্থিত ছিলেন। এরআগে, জেলা প্রশাসক আবদুল মতিন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্তরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও, উপজেলা চেয়ারম্যান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ত্রাণ ও পুর্ণবাসণ কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, গৃহ নির্মাণসহ সরকারের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে কাজের মান ও অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক আবদুল মতিন। এছাড়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে সেবা নিতে আসা জনসাধারণের সার্বক্ষণিক সেবা নিশ্চিতে চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। এসময় পাকুরিয়ার বিল ও ভাতগ্রাম স্কুল এন্ড কলেজের উন্নয়নসহ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাদুল্লাপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসুচির আওতায় সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নের গৃহহীন ৪৬ পরিবারের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যে ঘরগুলো নির্মাণ কাজ শেষ পর্যায়ে। যাচাই-বাছাইয়ে প্রকৃত অসহায় ও গৃহহীন পরিবার এসব ঘর পেয়েছেন। আগামি মাসের শেষের দিকে ঘরগুলোতে বসবাস শুরু করতে পারবে গৃহহীন পরিবারগুলো।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST