ঘোষনা:
শিরোনাম :
খানসামা ভেড়ভেড়ী ইউনিয়নে নানা কর্মসূচিতে শোক দিবস পালন

খানসামা ভেড়ভেড়ী ইউনিয়নে নানা কর্মসূচিতে শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার,

খানসামার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত। আজ মঙ্গলবার সকালে পতাকা অর্ধ নমিত করে শরু হয় কর্মসূচীর সূচনা।

দিনাজপুরের খানসামা উপজেলার আওতাধীন ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদে স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘জাতীয় শোক দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ১৫ই আগষ্ট জাতীয় পতাকা অর্থ নির্মিত রাখার পাশাপাশি সকল ইউপি সদস্য, সদস্যা, গ্রাম পুলিশ বুকে কালো ব্যাজ ধারণ করে ১৫ই আগষ্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। জাতীয় শোক দিবস উপলক্ষে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম (বাবুল) এর সভাপতিত্বে হাফেজ ছাত্রদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও, উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় ইউপি সচিব মোঃ ফরহাদ হোসেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল মোতাকাব্বের, হিসাব সহকারী মোঃ শাহানুর রহমান ও ইউপি সদস্য মোঃ রায়হান সরকার, মোঃ হুমায়ুন কবির প্রমুখগণ উপস্থিত ছিলেন।

প্রতিক্রিয়া জানতে চাইলে ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ” ১৯৭৫ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। এর পেছনে ছিল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীর দিনটি জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি। আজকের এই দিনটি আমাদের শোককে শক্তিতে পরিণত করার দিন। আজকের এই দিনের শোককে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি”।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST