মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
শিক্ষা মন্ত্রণালয় কতৃক প্রণীত নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে উত্তর চওড়া বড়গাছা স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট/২৩) দুপুরে উক্ত স্কুল এন্ড কলেজের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উত্তর চওড়া বড়গাছা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মসফিকুল ইসলাম রিণ্টুর সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান।
উত্তর চওড়া বড়গাছা স্কুল এন্ড কলেজের প্রভাষক কৃষ্ণকান্ত রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী শাহরিয়ার, মশিউর রহমান ডিগ্রী কলেজের মোঃ শহিদুল ইসলাম, রামগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, সহকারী পরিদর্শক হারুন অর রশিদ, দাতা সদস্য মোঃ রবিউল ইসলাম,অভিভাবক সদস্য মোঃ জিয়াউল ইসলামসহ অবিভাবকরা।সমাবেশ শেষে প্রতিষ্ঠান চত্তরে একটি অর্জুন ও একটি শিমুল গাছের চারা রোপন করা হয়।