ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে চালু হলো মাইকোর্ট অ্যাপ-ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ তথ্য। নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যাবসায়ী আটক। নীলফামারীতে সন্ত্রাসীদের তান্ডবে বাড়ি ছাড়া ২১ পরিবারের সংবাদ সম্মেলন নীলফামারী থেকে রংপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নীলফামারীতে নেকবক্ত উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ নীলফামারীতে পুলিশ সুপার গোলাম সবুরের সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেলেন সোয়াদ নীলফামারীতে রের্কডীয় রাস্তায় দোকান নির্মাণ, চলাচলের চরম ভোগান্তিতে ৬টি পরিবার নীলফামারীতে সুধীজনের সাথে মানবাধিকার কমিশনের মতবিনিময় পঞ্চগড়ে এমপি রানার মন্দির দখল,ব্যাবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ নীলফামারীতে অনলাইন জুয়ার বিদেশী জাল চেক,ল্যাপটপ ও টাকা উদ্ধার
নীলফামারীতে পুলিশ সুপার গোলাম সবুরের সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেলেন সোয়াদ

নীলফামারীতে পুলিশ সুপার গোলাম সবুরের সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেলেন সোয়াদ

বিশেষ প্রতিবেদক,
নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুরের সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেলেন সোয়া। আজ সোমবার(২৮ আগষ্ট/২৩) বিকেলে নিজ কার্যালয়ে সোয়াদের হাতে ভর্তির জন্য নগদ অর্থের চেক তুলে দেন পুলিশ সুপার গোলাম সবুর।

এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫(গোল্ডেন) পেয়ে রাজধানীর নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে রাফসান আহমেদ সোয়াদ। কিন্তু অর্থের ভাবে তার ভর্তি যখন অনিশ্চিত হয়ে পড়ে, তখনই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী রাফসানের পাশে দাঁড়িয়েছেন নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর। রাফসান আহমেদ সোয়াদ জেলা শহরের সওদাগড় পাড়ার বাসিন্দা মোমিনুর ইসলামের ছেলে।

তার বাবা মানুষের দোকানে কাজ করে সংসার চালান। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করে সোয়াদ। এরপর এইচএসসিতে ভর্তির সুযোগ পায় নটর ডেম কলেজে। ২৯ আগস্ট তার ভর্তির শেষ দিন হলেও ভর্তির টাকা জোগাড় করতে পারছিলেন বাবা মোমিনুর ইসলাম।

বিষয়টি জানতে পেরে মেধাবী ছেলেটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর।  সোমবার  বিকেলে রাফসানের হাতে ভর্তির জন্য নগদ অর্থের চেক তুলে দেন পুলিশ সুপার গোলাম সবুর এছাড়াও তার পরবর্তী লেখাপড়া চালানোর সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর বলেন, ছেলেটি অনেক মেধাবী।

যখন জানতে পারলাম সে টাকা অভাবে কলেজে ভর্তি হতে পারছে না তখন অনেক খারাপ লেগেছিল। এখন তার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সহযোগিতা পেয়ে রাফসান আহমেদ সোয়াদ বলে, দেশের হৃদয়বান মানুষেরাই আমাদের একমাত্র ভরসা। আজকে পুলিশ সুপার মহোদয় ও আমার বিদ্যালয়ের স্যারদের মহানুভবতায় আমি কাঙ্খিত কলেজে ভর্তি হতে পারছি। আমার লক্ষ্য অর্জনে সকলের কাছে দোয়া চাচ্ছি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST