মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডিমলায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যাবসায়ী মোঃ তরিকুল আলম ওরফে পিচ্চি লিটনকে আটক করেছে র্যাব।
সোমবার (১১ সেপ্টেম্বর/২৩) বিকালে র্যাব-১৩,সিপিসি-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম (এনডি),এনইউপি,পিসিজিএম,বিএন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপরে ডিমলা উপজেলার ভেন্টিয়াপাড়া এলাকা থেকে পিচ্চি লিটকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করে। আটকের পর দেহ তল্লাশীকালে তার সাথে থাকা বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে পিস্তলটি ছিনতাই এবং বিভিন্ন নাশকতার কাজে ভাড়া দিত এবং নিজেও ব্যবহার করত। আসামীর সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারে ব্যাবের তথ্য ও গোয়েন্দা অনুসন্ধান চলমান রয়েছে। সে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মৃত আমিনুর রহমানের ছেলে।
এসময় জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক বর্তমান কথা’র জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদ, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাগর আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।