ঘোষনা:
শিরোনাম :
প্রাইমারি শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে দুকুড়ী বলরামপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারীতে ৪ শত বোতল ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার নীলফামারীর হিমাগারে  ভোক্তা মহাপরিচালকের পরিদর্শন।আলু আমদানির হুশিয়ারি নীলফামারীতে চালু হলো মাইকোর্ট অ্যাপ-ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ তথ্য। নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যাবসায়ী আটক। নীলফামারীতে সন্ত্রাসীদের তান্ডবে বাড়ি ছাড়া ২১ পরিবারের সংবাদ সম্মেলন নীলফামারী থেকে রংপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নীলফামারীতে নেকবক্ত উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ নীলফামারীতে পুলিশ সুপার গোলাম সবুরের সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেলেন সোয়াদ
ডিমলায় পৃথক অভিযানে গ্রেফতার-৫ ।

ডিমলায় পৃথক অভিযানে গ্রেফতার-৫ ।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারী জেলা ডিমলা উপজেলায় গত ২০ জুন-১৯ তারিখ টেপা খড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের অফিজুল ইসলামের পুত্র ছামিদুল ইসলাম (২৬) সহ ৪ জনকে আসামী করে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়, ৭ ফেব্রুয়ারী-১৯ তারিখ গয়াবাড়ী ইউনিয়নের আদাবাড়ী গ্রামের আলম হোসেনের কন্যা তহমিনা বেগমের সহিত ছামিদুল ইসলামের বিবাহ হয়। বিবাহ পরবর্তী সময় হইতে স্বামী-স্ত্রীর যৌতুকের টাকা লইয়া কলহ বিবাদ চলিয়া আসিতে থাকে। ইহার এক পর্যায়ে গত ১১ জুন-১৯ রাত অনুমান- ১১ টায় সময় রাত্রী খাওয়া শেষে ছামিদুল ইসলাম সহ তার পরিবারের লোকজন তহমিনা আক্তারের নিকট ১ লক্ষ টাকা যৌতুকের চাপ সৃষ্টি করিলে তহমিনা আক্তার অপরাগতা প্রকাশ করায় ছামিদুল ইসলাম তহমিনা বেগমের উপর রাতভর নির্মম নির্যাতন চালায়। তাতে তহমিনা বেগমের অবস্থা আশংকাজনক দেখায় তার ভাই আসাদুজ্জামান সংবাদ পেলে ১২ জুন সকালে বোনকে উদ্ধার করে ডিমলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসিয়া ভর্তি করাইলে পরদিন তার গর্ভজাত চার মাসের সন্তানটি মৃত প্রসব করে। পরবর্তীতে তহমিনা বেগমের অবস্থায় খুবই আশংকা জনক হওয়ায় ডিমলা উপজেলা কর্তব্যরত চিকিৎসা উন্নতি চিকিৎসা প্রদানের জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয় ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রান অভিযোগের প্রেক্ষিতে ছামিদুল ইসলামকে গতকাল রাত ৯ টায় শুটিবাড়ী বাজার হতে হাতে-নাতে গ্রেফতার করে। যাহার মামলা নং- ১৭/১৯, তাং- ২৮ জুন। অপর দিকে বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া (ভাটিয়াপাড়া) গ্রামের মৃত: ছলেমান শেখ এর পুত্র রহমম আলী (৬৫) কে ১২০ গ্রাম গাজা সহ ডিমলা থানার এস.আই উজ্জ্বল শাহ্ গত রাত ৯.৩০ মিনিট এ ভাটিয়াপাড়া স্কুলের পাড় হতে আটক করেন । রহম আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং- ১৮/১৯ এবং অবশিষ্ট ৩ জন বিভিন্ন মামলা ওয়ারেন্টভূক্ত আসামী বলে জানা যায়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST