চট্টগ্রাম প্রতিবেদক,
চট্টগ্রামের বোয়ালখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৮ জুলাই/২৪ ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যােগে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় পৌরসভা ফুটবল একাদশ টাইবেকারে ৩ -১ গোলে শ্রীপুর-খরণদ্বীপ ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এছাড়া এ দিনের অপর খেলায় আমুচিয়া-করলডেঙ্গা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চরণদ্বীপ ফুটবল একাদশ সেমিফাইনাল উত্তীর্ণ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ফাতেমা চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মীর নওশাদ, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন আবু, মো. নাছের আলী, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টিপু, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবলু, প্রকৌশলী নুরুল ইসলাম, কামরুল হাসান তালুকদার প্রমুখ।