লালমনিরহাট প্রতিনিধি,
পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন।আজ মঙ্গলবার (৯জুলাই/২৪) এ সংবাদ সম্মেলন হয়।
পাটগ্রাম আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাহেরা বিদ্যাপীঠের প্রতিষ্ঠতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল ইসলাম নাজুর এর বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষে স্বঘোষিত ও বিতর্কিত মুক্তিযোদ্ধা গবেষক মোঃ সাইদুল ইসলাম মিঠু উদ্দেশ্যমূলক অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি কর মিথ্যা বানোয়াট মনগড়া বক্তব্য তথ্য প্রচার করে জনমনে ব্যাপক বিভ্রান্ত সৃষ্টি করেন। এরই ফলশ্রুতিতে ২০২০ সালে সাইবার ট্রাইবুনালে তার বিরুদ্ধে দায়ের করা সিটি কেস ১৩০/২২ আমলে নিয়ে বিজ্ঞ আদালত দীর্ঘ চার বছর পর তাকে চলতি মাসের ৭ই জুলাই ২০১৮ এর ২৫(২)২৯(১) এর প্রত্যেক ধারায় সাজা প্রদান করেন। এই সাজাই সন্তুষ্ট না হয়ে বাদীপক্ষে
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল ইসলাম নাজু’র পুত্র মোহাম্মদ শোয়ায়েবুল ইসলাম সোয়েব লিখিত বক্তব্য পাঠ করে এ-ই রায়ে অসন্তুষ্ট হয়ে তাঁর সাজা বৃদ্ধির দাবি জানান ।সংবাদ সম্মেলনে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএইচ এম সালাউজ্জামান ফারুক, সাবেক কমান্ডার জাকির হোসেন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন সহ বিদ্যালয় পরিচালক মণ্ডলির সদস্য বাবু রতন কুমার সাহা, মোঃ আহসান হাবীব স্বপন, অধ্যক্ষ মোঃ আহসান উল হাবিব, উপজেলা আওয়ামিলীগের সহ-দফতর সম্পাদক ও সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সাদ্দাম তার বিভিন্ন ধরনের অপরাধ ও সমালোচিত কর্মকান্ডের কথা উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় তাহেরা বিদ্যাপীঠের শিক্ষক , শিক্ষিকাগণ, সুধীবৃন্দ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।