স্টাফ রিপোর্টার,
গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে “মানববন্ধন” অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ আগস্ট /২৪) সকালে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম নীলফামারী জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি ও নীলফামারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মৌলভী মুহাম্মদ ইয়াছিন আলী। আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সেক্রেটারি মুহাম্মাদ হাবিবুর রহমান। এছাড়াও জাতীয় শিক্ষক ফোরাম নীলফামারী জেলার নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।