খাগড়াছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার (২৩ আগস্ট /২৪) দুপুরে জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় ৭ শতাধিক পাহাড়ী বাঙালী মানুষের মাঝে রান্না করা খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের কমাণ্ডার শরীফ মোহাম্মদ আমান হাসান উপস্থিত থেকে এসব সামগ্রী প্রদান করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যতদিন পর্যন্ত দুর্গত এলাকার মানুষের মাঝে সহযোগীতা প্রয়োজন খাগড়াছড়ি রিজিয়ন করে যাবে। যত দুর্গম বা প্রত্যন্ত এলাকা হোক সেনাবাহিনী সহযোগিতা পৌঁছে দিবে বলে জানানো হয়।
একই ভাবে মহালছড়ি ও দীঘিনালায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
অপর দিকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার ও স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ অব্যাহত রয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার জানান, এ পর্যন্ত অন্তত ২০ হাজার দুর্গত মানুষের মাঝে ত্রাণ দেওয়া হয়েছে। মাঠে কাজ করছে প্রায় তিন হাজার নেতাকর্মী। যতদিন মানুষ নিজ বাড়ী-ঘরে ফিরতে পারবে না,ততদিন সহযোগিতা অব্যাহত থাকবে।
এছাড়া খাদ্য সহায়তা নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন। আজও খাগড়াছড়ি শহরের আশে-পাশের এলাকায় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। তিনি এই কার্যক্রম চলমান রাখার ঘোষনা দিয়েছে।