মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্ন-উপলব্ধি থেকে নীলফামারীতে একই পরিবারের ৪ সদস্য সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
রবিবার (২৫ আগস্ট/২৪) ‘বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয় নীলফামারীর মাধ্যমে তাদের এফিডেভিট সম্পন্ন করেন। এরআগে শনিবার বাদ যোহর সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সুটিপাড়া খালিশাপাড়া মসজিদে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদেরকে কলিমা পড়ান দারোয়ানী লিল্লাহ বোর্ডিং মাদরাসার পরিচালক মাওলানা আমিনুল্লাহ।
এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, ইমাম মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবমুসলিম পরিবারটি একই এলাকার বাসিন্দা।
জানা যায়, মায়া রানীর মেয়ে মল্লিকা রানী আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলো। তার পরামর্শে শনিবার স্ব পরিবারে স্থানীয় মাওলানা ও ব্যক্তিবর্গের উপস্থিতিতে কলেমা পড়েন এবং নাম পরিবর্তন করে মায়া রানীর পরিবর্তে মোছাঃ আয়শা সিদ্দিকা, বড় ছেলে হৃদয় রায়ের পরিবর্তে মোঃ আব্দুল্লাহ, ছোট ছেলে সোনা রায়ের পরিবর্তে মোঃ আব্দুর রহমান এবং মেয়ে মল্লিকা রানীর পরিবর্তে মোছাঃ তাবাচ্ছুম ইসলাম মেহজাবিন রাখা হয়।
ইসলাম ধর্ম গ্রহণ শেষে মোছাঃ তাবাচ্ছুম ইসলাম মেহজাবিন বলেন, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলাম। দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) প্রতি বিশ্বাস রেখে স্ব পরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।
মা মোছাঃ আয়শা সিদ্দিকা বলেন, ইসলাম ধর্ম গ্রহণে আমাদের কেউ চাপ প্রয়োগ করেনি। আমরা স্ব-ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করি। সেইসাথে আমার দুই ছেলেও ইসলাম ধর্ম গ্রহণ করে।কারণ ইসলাম শান্তির ধর্ম।
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বলেন, এখন তারা মুসলিম। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এলাকাবাসী এই পরিবারকে সাদরে গ্রহণ করেছে।