মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আয়োজনে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট/২৪) দুপুরে জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরে এর সভাপতিত্ব করেন আনন্দময়ী কালী মাতা মন্দিরে সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক-আল-মাসুদ,অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর পিপিএমসহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন।পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা, গীতাপাঠ, পুজার্চনাসহ ধর্মীয় রীতিনীতি পালন করা হয়।
আলোচনা সভা শেষে আনন্দময়ী কালী মাতা মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করেন।