নূর সিদ্দিকী , বিশেষ প্রতিবেদক,
নীলফামারী রাকাব জোনাল ব্যবস্থাপক মো. খাইরুল ইসলামের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শনিবার (২৪ আগষ্ট/২৪) সংবাদকর্মীদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ করেন তিনি।
প্রতিবাদে লিখিতভাবে মো. খাইরুল ইসলাম অভিযোগ করেন, ‘নীলফামারী জোনাল কার্যালয়ে গত ৩ এপ্রিল যোগদান করেন তিনি। যোগদানের সময় ঐ অর্থবছর ৯ মাসে মুনাফা হয় মাত্র ২.০০ কোটি টাকা। আমি যোগদানের পর থেকে কঠোর পরিশ্রম করে মাত্র তিন মাসে ২০২৩-২০২৪ অর্থবছরে ১১ কোটি ৫৬ লক্ষ টাকা মুনাফা অর্জন করি। যা নীলফামারী জোনে ইতিহাস। ইতিপূর্বে কেউ এত মুনাফা আদায় করতে পারেনি। শতভাগ সততা, নিময়কানুন মেনে চাকুরী করেছি।’
তিনি বলেন,’যারা দুষ্ট প্রকৃতির এবং ব্যাংকের জন্য ক্ষতিকর তাদেরকে ব্যাংক ব্যবস্থপনা কর্তৃপক্ষ জোনের বাহিরে বদলী করেছে। জোনের বাহির বদলীর ক্ষমতা আমার নেই এবং আমি করি নি। কোনো কর্মকর্তাকে কখনই টাকার বিনিময় বদলীর প্রশ্নই উঠে না। ব্যাংক ব্যবস্থপনা কর্তৃপক্ষের ক্ষোভ আমার উপরে প্রকাশ করার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে। নিজ জোনের বাহিরে অর্থাৎ দিনাজপুর থেকে অফিসের গাড়িতে যাতায়াত কল্পনাই করা যায় না। কোনো শাখা থেকে বীমার কমিশন ফি আদায়-মিথ্যার চারম বহিঃপ্রকাশ। প্রকাশিত সংবাদের সঙ্গে আমার কোন মিল নাই এবং আমার সাথে কোন প্রকার সাক্ষাৎ না নিয়ে মিথ্যা সংবাদ উপস্থাপন করেছে। আমি এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’