ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক।
নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,

নীলফামারীতে সড়ক পরিবহন মালিক দুই গ্রুপের নানা অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর/২৪) শহরের মার্কাজ মসজিদ সংলগ্ন মাদ্রাসায় জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী চৌধুরী সংবাদ সম্মেলন করেন।

তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন,’গত ৬আগষ্ট সন্ধ্যায় সড়ক পরিবহন মালিক গ্রুপের কিছু সদস্য বহিরাগতদের সঙ্গে নিয়ে কার্যালয়ে এসে তার কাছে ৬লাখ টাকা চাঁদা দাবি করে। তিন চাঁদা দিতে অস্বীকার করায় তারা সাবেক সভাপতিকে অবরুদ্ধ করে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং ইচ্ছার বিরুদ্ধে তাদের লিখিত পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়।

সাবেক সভাপতি বলেন, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় গত ২৬ আগষ্ট তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নি।’

অপরদিকে একই দিনে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম সড়ক পরিবহন মালিক গ্রুপ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করে বলেন,’সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি দুইবারের বেশি কোনো পদে থাকতে পারবেন না। কিন্তু তিনি একক ক্ষমতায় ২০১৩ সাল থেকে সভাপতি পদ দখল করে ছিলেন। তিনি একক ক্ষমতার বদলে সংগঠনের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। তিনি প্রতিমাসে চা-পানের বিল বাবদ ৩৫-৪০ হাজার টাকা উত্তোলন করেছেন। আর তিনি যেটা অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা সংগঠনের আয় ব্যায়ের হিসাব তার কাছে চাইলে তিনি কোনো হিসাব দিতে না পেরে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

এসময় সদ্য কমিটির সিনিয়র সভাপতি মোঃ আবুল হাসনাত রাসেল, সহকারী সাধারণ সম্পাদক মোঃ ফাহমিদ ফয়সাল (কমেট চৌধূরী), সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম (মিঠুন), কোষাধক্ষ্য আবু তাহেরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST