মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
কেউ যদি পেশী শক্তির বলে-সন্ত্রাসের বলে স্বাধীন দেশের মানুষের উপর প্রভূত্ব করতে চায়,আমরা তাদের চোখ উপরে ফেলতে প্রস্তুত আছি বলে হুশিয়ারী দেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামনুল হক।
রবিবার (১৫ সেপ্টেম্বর/২৪) বিকালে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার আয়োজনে শহরের পৌরমাঠে এক মহাসমাবেশে এমন হুশিয়ারী দেন তিনি।
মামনুল হক বলেন, এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে। শ্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হয়েছে। এখন সময় এসেছে বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করবার।
তিনি আরও বলেন, এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টানসহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে। আমরা একটি বৈশম্যহীন দেশ গড়বো।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস, নীলফামারী জেলার সভাপতি হাফেজ মাওলানা গোলাম রব্বানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, মাওলানা আতউল্লাহ আমিনী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মূসাসহ স্থানীয় নেতা-কর্মীরা ।