ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক।
নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল

নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল

ফাইল ছবি।

মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার,

নীলফামারীর কিশোরগঞ্জে মোকছেদুল রহমান (৫০)নামে এক ব্যাক্তির দুইটি গরু হারিয়ে দিশেহারা হয়েছে। গরু দুটির বাজার মূল্য প্রায় ১লক্ষ ৫০হাজার টাকা।

সোমবার(১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের সামনে তার নিজ বাড়ি থেকে গরু দুটি চুরি হয়ে যায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মোকছেদুল ইসলাম তার বাড়ির সামনে ছোট একটি চায়ের দোকান করে তার পরিবার চালায়। তার বাড়িতে থাকা দুইটি গরু ছিলো তার একমাত্র সম্বল। রবিবার রাতে তিনি দোকানের কাজ শেষ করে বাড়ি এসে ঘুমাতে যায়। সোমবার ভোররাতে বাড়ির গরুর ঘরে শব্দে ঘুম ভেঙ্গে যায়। পরে তারা সেখানে গিয়ে দেখে ঘরের দরজা ভেঙ্গে দুইটি গরু চুরি হয়েছে। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পরে জানতে পারেন পাশের বাড়ির নিলু মিয়া তার গরু দুটি বাজারে বিক্রি করেছেন। তা শুনে তিনি নিলু মিয়ার কাছে গেলে তিনি গরু চুরি করে বাজারে বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে স্থানীয় চেয়ারম্যানের সালিশে গরু বাবদ তাকে এক লক্ষ ২০হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তাকে টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি এখনো টাকা বুঝে পাননি।

ভুক্তভোগী মোকছেদুল ইসলাম বলেন, আমার বাড়ি থেকে সোমবার দুটি গরু চুরি হয়েছে। গরু দুটি ছিলো আমার একমাত্র সম্বল। আমার গরু হারিয়ে প্রায় নিংস্ব হয়ে গেছি।খোঁজাখুঁজি এক পর্যায়ে জানতে পারি আমার বাড়ির পাশের নিলু নামে এক ব্যাক্তি গরু দুটি চুরি করে বাজারে বিক্রি করেছেন। আমি তাকে গিয়ে গরু চুরি করে বিক্রির কথা বললে সে স্বীকার করেন।পরে সায়েম চেয়ারম্যান বিচার করে আমাকে এক লক্ষ ২০হাজার টাকা দেওয়ার কথা বলেন। কিন্তু আমি এখনো টাকা পাইনি, আমার গরু চুরি হওয়ার সুষ্ঠ বিচার চাই।

এবিষয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, এবিষয়ে এখনো অভিযোগ পাইনি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST