মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ। উক্ত প্রতিষ্ঠানে ঢাকা কলেজস্থ নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি পদে মোনাক্কা ইসলাম (মুন) এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল কাহার সিদ্দিক নিবার্চিত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর/২৪) রাতে ঢাকা কলেজে উপদেষ্টা পরিষদ ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
অনুমোদন প্রদান করেন ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ। তারা হলেন, মোঃ আকতারুজ্জামান লিখন, শ্রী কানাই কুমার রায়, মোঃ সুমন ইসলাম, মামুন অর রশিদ ও মাজেউল ইসলাম খান মাজিদ।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহফুজ আল হাসান তুষার ও সাংগঠনিক সম্পাদক পদে সাকিব রেজাকে নির্বাচিত করা হয়।