মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক জিয়া নির্দেশে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উৎযাপন উপলক্ষে নীলফামারী পৌর শহরের বিভিন্ন মন্ডব পরিদর্শন করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রেদোয়ানুল হক বাবু।
শনিবার (১২ অক্টোবর/২৪) রাতে মন্ডব পরিদর্শনকালে পূজা উৎযাপন কমিটি ও পূজারীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।সেইসাথে পূজা উৎযাপন কমিটির সদস্যদের হাতে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
রেদোয়ানুল হক বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক জিয়া নির্দেশে আমরা প্রত্যেক পূজা মন্ডব পরিদর্শন করছি এবং পূজা উৎযাপন কমিটি ও পূজারীদের সাথে কুশল বিনিময় করছি। তারা যোন তাদের ধর্মীয় উৎসব উৎযাপনে কোন ধরণের বাঁধার সম্মুখীন না হয়। কারণ সনাতন ধার্মালম্বীরা সংখ্যালঘু নয়। এদেশে প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। তাই সুষ্ঠভাবে পূজা উৎযাপনে তাদের সার্বিক নিরাপত্তার জন্য বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক পূজা মন্ডপ পাহারা দিয়ে আসছেন।
এসময় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিয়ার রহমান পাইলট, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ, নীলফামারী সরকারী কলেজ শাখার ছাত্রদলের সদস্য পায়েলুজ্জামান রক্সি, সমন্বয়ক শ্রেষ্ঠ সরকার, রেদোয়ান ইসলাম,সাফায়াত ইভান,রিশাদুজ্জামান অন্তিকসহ অনেকে উপস্থিত ছিলেন।