মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ নিয়ে দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে র্যালী, আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর/২৪) সকালে নীলফামারী প্রেসক্লাবে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এরপর সেখান থেকে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।
এসময় নীলফামারী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডার সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক নুর আলম, কালের কণ্ঠের প্রতিনিধি ভূবন রায় নিখিল, বাংলাভিশনের প্রতিনিধি নূর আলম সিদ্দিকী, নীলফামারী প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, ‘বর্তমানে দেশের উর্ধ্বমুখী বাজারে একটি নতুন পত্রিকার আগমন চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু রুপালী বাংলাদেশ পত্রিকা কর্তৃপক্ষ এই চ্যালেঞ্জটি হাতে নিয়েছে। নতুনভাবে বাজারে এসেছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা যতদূর জেনেছি দেশসেরা বিভিন্ন অভিজ্ঞ সাংবাদিক যুক্ত রয়েছেন রুপালী বাংলাদেশ পত্রিকায়। যে কাঠামো নিয়ে পত্রিকাটি যাত্রা শুরু করেছে পত্রিকাটি অবশ্যই ভালো করবে।
এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার নীলফামারী প্রতিনিধি মোঃ নাঈম শাহ্। এর আগে পত্রিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।