স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডিমলায় রাতের আধারে এক স্কুল শিক্ষিকার জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখল করে সেখানে তাৎক্ষনিক খড়ের ঝুপড়ি নির্মাণ ও কিছু সুপাড়ি ও কলা গাছ রোপন করে দখলদাররা। ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার কাকিনা চাপানী এলাকায়। ওই এলাকার মনোরঞ্জন রায় (৪৫), শ্যামলা রানী (৪০), সুভাষ চন্দ্র রায় (৬০), কিরন বালা (৫০), মঙ্গুলু চরন (৬৩), মিঠুন চন্দ্র রায় (৩৫), প্রদিপ চন্দ্র রায় (৩৫) সহ বেশ কয়েকজন ব্যক্তি রাতা-রাতি জমি দখল করে। স্কুল শিক্ষিকা শ্রী সাবিত্রী রানী রায় (৪০) ও তার স্বামী শ্রী হরিপদ রায় উভয়েই চাকরিজীবী হওয়ায় অভিযুক্ত ব্যক্তিরা মামলা দিয়ে চাকরিচুত্য করার ভয় ভীতি প্রদর্শণ করে। উপায় না পেয়ে ডিমলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী স্কুল শিক্ষিকা শ্রী সাবিত্রী রানী রায়।
জানা যায়, ‘অভিযুক্ত ব্যক্তিরা গত ১৮ নভেম্বর রাতে বেশ কিছু ভারাটে লোকজন নিয়ে রাতের আধারে ওই স্কুল শিক্ষিকার বর্গা দেওয়া সরিষা ক্ষেত নষ্ট করে সেখানে একটি খড়ের ঝুপড়ি নির্মাণ এবং কিছু সুপাড়ী ও কলাগাছ রোপন করে জমি দখল করে। রাতের আধারে এসব নির্মাণ করায় হতবাগ স্থানীয়রা।’
স্কুল শিক্ষিকার কাছ থেকে ওই জমি বর্গা নেয়া অনিল চন্দ্র রায় বলেন,‘কিছুদিন আগে ওই জমি থেকে ধান কেটেছি। ধান কেটে সাবিত্রী আপার সঙ্গে কথা বলে সেখানে সরিষা ফেলেছি। কিন্তু সরিষা ফেলার পরের দিন ঘুম থেকে উঠে দেখি সেখানে মনোরঞ্জনরা খড়ের ঝুপড়ি উঠিয়েছে। সরিষা খেত নষ্টের বিষয়ে তাদের জিজ্ঞেস করলে তারা বলে আমরা জমি দখল করেছি।’
স্থানীয় ব্যক্তি জতিন্দ্র নাথ বলেন,‘আগের দিন দেখলাম অনিল সরিষা বীজ ছিটালো পরের দিন দেখি ওরা সুপাড়ির গাছ, কলা গাছ আর একটা খড়ের ঘর তুলেছে।’ কৃষ্ণকুমার রায় নামে আরেক ব্যক্তি বলেন,‘আমি জন্ম থেকে দেখছি এই জমি সাবিত্রী আপা কখনও বর্গা দেয় আবার কখনও নিজে থেকে চাষাবাদ করে। কিন্তু হঠাৎ করে জমিটা নিজের দাবি করে এক রাতেই দখল করে নেয় তারা।’
ভুক্তভোগী স্কুল শিক্ষিকা শ্রী সাবিত্রী রানী রায় বলেন,‘ওই জমিটি আমাদের। পৈত্রিকসূত্রে আমরা জমিটি পাই। কিন্তু তারা হঠাৎ করে জমিটি নিজের দাবি করে। আমরা আদালতে মামলা করলে সমস্তকাগজাদী আদালত পর্যালোচনা করে জমিটি আমাদের বলে রায় প্রদান করেন। কিন্তু তারা আদালতের রায় উপেক্ষা করে রাতের আধারে আমাদের জমি দখল করে। আমরা স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী। আমরা ওই জমিতে গেলে তারা মামলা দিয়ে আমাদের চাকরি খাবে বলে বার বার হুমকি দিচ্ছে। আমরা ওই দখলদারদের বিচার চাই।’
এ বিষয়ে প্রধান অভিযুক্ত ব্যক্তি মনোরঞ্জন রায় বলেন,‘জমি নিয়ে মামলা চলছে। মামলা যতদিন চলবে জমিও ততদিন আমাদের দখলে থাকবে।’ জানতে চাইলে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী বলেন,‘ সাবিত্রী রানী বাদী হয়ে জমি দখলের একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’