স্টাফ রিপোর্টার,
তিস্তার পানি সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সে অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।আজ বুধবার দুপুরে নীলফামারীর জলঢাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন বৈষম্য হয়েছে। কিন্তু এ সরকারের আমলে সারাদেশে সমানভাবে উন্নয়ন হবে। উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি উল্লেখ করে আছে উপদেষ্টা বলেন, এ অঞ্চলের স্থল বন্দর কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন তিনি। সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তথ্য প্রমান মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন আসিফ মাহমুদ এ সফরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি উপজেলায় দুই হাজার করে শীতবস্ত্র বিতরণ করছেন পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক নায়িরুজ্জামান সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।বিকালে নীলফামারী সার্কিট হাউসে দুটি শহিদ পরিবারের মাঝে চেক বিতরণ করেন। সদরের শহিদ রুবেলের মা ও কিশোরগঞ্জ উপজেলার নাইমের বাবা চেক গ্রহণ করেন।