রতন কুমার রায়-ডোমার,নীলফামারী ,
ডোমার উপজেলার চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজে চলতি বছরের একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত। সোমবার কলেজ হলরুমে ভর্তিকৃতদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। নবিন বরণ অনুষ্ঠানের আহবায়ক আখতারু জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রফেসর নজুরুল ইসলাম, বিশেষ অতিথি সাবেক সহকারী অধ্যাপক মোজাহেদুল হক,চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুরুল ইসলাম,বরণীয় ছাত্রী খাতিজ বেগম ও ছাত্র শাকিল আহম্মেদ। নবীনদের বরণ করতে মানপত্র পাঠ করেন মিশু সরকার।