ঘোষনা:
শিরোনাম :
ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে ঘোষণা দিয়ে হত্যা, গ্রেফতার ৪  প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে সর্বস্তরে উন্নয়ন হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন সাতক্ষীরার কলারোয়ায় শ্যালকের ঘরে পেট্রোলের আগুন, অগ্নিদগ্ধ-৩, আটক -১ ডিমলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে ইপিজেড হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন। চট্টগ্রামে ছুরিকাঘাতে নাইটগার্ড নিহত নীলফামারীতে ভুয়া পরীক্ষার্থী আটক।
আনন্দমুখর পরিবেশে রাবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ।

আনন্দমুখর পরিবেশে রাবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ।

তানভীর ইসলাম ,রাবি প্রতিনিধি ,

গৌরব ও ঐতিহ্যের ৬৬ বছরের পথচলা শেষে আজ ৬৭ বছরে পদার্পণ করলো উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি)। ‘শিক্ষা শান্তি প্রগতির ধারা আজও আমাদের সাথি, অবিরাম এই চলার ছন্দে আমরা অলোর জ্ঞাতি’ এই স্লোগানকে সামনে রেখে আনন্দমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস’ উদযাপন করলো গোটা রাজশাহী বিশ^বিদ্যালয় পরিবার।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জোহা চত্বরে শনিবার সকাল থেকেই নিজ নিজ ব্যানারে জড়ো হতে থাকেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন আবাসিক হল ও বিভাগসমূহ। সকাল দশটায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মূল আয়োজন। এরপর সিনেট ভবনের সামনে বৃক্ষরোপন শেষে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
উপস্থিত সমাবেশে উপাচার্য বলেন, ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বুকলেট প্রকাশিত হয়েছে যেখানে বিশ^বিদ্যালয়ের ইতিহাস ও যাবতীয় তথ্য উল্লেখ আছে। আমাদের এই প্রাণের বিশ^বিদ্যালয় ধাপে ধাপে আজ ৬৬ বছরে পা রেখেছে। এখান থেকে বহু দেশবরেণ্য সন্তান বের হয়েছেন যাঁরা আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। ভবিষ্যতেও এখান থেকে আমরা বিশ^মানের নাগরিক তৈরী করতে চাই। আর বিশ^মানের নাগরিক তৈরীতে আমরা বিভিন্ন সুযোগ-সুবিধার সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিশ^বিদ্যালয়ের উন্নয়নে যে ৫১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন সেখান থেকে শিক্ষার্থীদের জন্য হল ও একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। অচিরেই আমরা রাজশাহী বিশ^বিদ্যালয়কে একটি পথিকৃৎ বিশ^বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে বিকাল চারটায় বিশ^বিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ক্রীড়া অনুষ্ঠান ও সন্ধ্যা সাড়ে পাঁচটায় শহীদ মিনার মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পালিত হয়।
প্রসঙ্গত, ১৯৫৩ সালের ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রথমে ১৬১ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ^বিদ্যালয়ে ৯টি অনুষদের অধীনে ৫৮টি বিভাগ ও ৬টি গবেষণা ইনস্টিটিউট রয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST