জলঢাকা ,নীলফামারী,প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় নির্যাতিত নিপিড়িত ও অসহায় মানুষের পাশে দাড়ানোর অঙ্গিকারে সামাজিক সংগঠন বন্ধনের আত্নপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিষয়ের উপর এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। আলোচনা শেষে দি নিউনেশন পত্রিকার প্রতিনিধি শাহজাহান কবীর লেলিনকে সভাপতি ও খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আবেদ আলীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি সাংবাদিক জাহিনুর ইসলাম জীবন, সহ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী,কোষাধ্যক্ষ মাইদুল হাসান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রাজ,প্রচার সম্পাদক এরশাদ আলম, ক্রিড়া সম্পাদক আজম বাদশা সাবু, সমাজকল্যাণ সম্পাদক মইন উদ্দিন শিরিন, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায়, সাহিত্য সম্পাদক মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য মানিক লাল দত্ত, হাসানুর কাবীর মেহেদী ও জিকরুল ইসলাম প্রমুখ। পরে প্রেসক্লাব ভবনে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটির আত্মা প্রকাশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী।