নীলফামারী প্রতিনিধি,
নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ শনিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নীলফামারী জেলায় তিস্তা নদীর পানি গতকাল শুক্রবার দিনের বেলা সেখানে ৮ সেন্টিমিটার পানি কমে যায়। তবে সন্ধ্যা সাতটায় তা আবার বেড়ে গিয়ে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপরে ওঠে। পানি বারার সাথে সাথে রাত দেড়টায় তমছেরের বাড়ী থেকে সিলট্যাব পর্যন্ত সাইট বালির বাধঁটি ভেঙ্গে প্রায় ওই এলাকায় দুইশত ঘরবাড়ীতে পানি ঢুকে পড়েছে।। আজ সকাল ছয়টার দিকে পানি আরও বেড়ে ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খাগড়াবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার তিস্তা নদীবেষ্টিত প্রায় ১৫টি চরাঞ্চলের ২০ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা বলছেন, বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি ঘটছে। বন্যাকবলিত এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রেখে সতর্কাবস্থায় পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা চলছে।