রাবি প্রতিনিধি ,
রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) ‘বঙ্গবন্ধুর আদর্শ ও শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন: মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল পাঁচটায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাবি শাখার আয়োজনে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্মূল কমিটি, রাবি শাখার সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য অধ্যাপক সুজিত সরকার, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি বাপ্পি কুমার ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ত্যাগ যদি না থাকে তবে মানুষের জন্য কাজ করা যায় না। বঙ্গবন্ধু যদি ত্যাগ স্বীকার না করতেন, জীবনের ঝুঁকি না নিতেন তাহলে আজকে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু আজীবন যে ত্যাগ স্বীকার করে গেছেন, তাঁর সমকক্ষ কেউ হতে পারবে না।
প্রধান আলোচকের বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘অনেকেই বলেন আমাদের এই আন্দোলনের আর কি প্রয়োজন আছে? আমি বলব,আছে। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি চক্র প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারা এমনও গজব ছড়াচ্ছে, পদ্মা সেতু তৈরীতে নাকি মাথার দরকার। এসব অপপ্রচারকে রুখে দিতে হবে। বিএনপি-জামাত চক্র আবারও মাথা চাড়া দিয়ে উঠতে আন্তর্জাতিক পর্যায়ে লবিং করে যাচ্ছে। এই প্রতিক্রিয়াশীল চক্র যতদিন না নির্মূল হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।’
নির্মূল কমিটি, রাবি শাখার সভাপতি রবিউল সরকার রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরি মো. জাকারিয়া ও অধ্যাপক আনন্দ কুমার সাহা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাধারণ সম্পাদক ড. নুজহাত চৌধুরী ও উপাধ্যক্ষ কামরুজ্জামান এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনি। এছাড়াও অনুষ্ঠানে নির্মূল কমিটির বিশ^বিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#