ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে মহান মে দিবস পালিত নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার
‘রাত-দিন-সন্ধ্যা নিরাপদ ক্যাম্পাস চাই’

‘রাত-দিন-সন্ধ্যা নিরাপদ ক্যাম্পাস চাই’

তানভীর অর্ণব,রাবি প্রতিনিধি,
রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাইদুর রহমানের উপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ঠাকুরগাঁও জেলা সমিতির শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে ‘সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই’, ‘ক্যাম্পাসে ছিনতাই কেন? প্রশাসন জবাব চাই’, ‘রাবি প্রশাসন চুপ কেন?’, ‘রক্ত নয়, নিরাপত্তা চাই’, ‘রাত-দিন-সন্ধ্যা নিরাপদ ক্যাম্পাস চাই’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপত্তার ব্যাপারটি আমাদের সকলের সাথে জড়িত। তাই এটাকে ব্যক্তিগত ভাবার সুযোগ নেই। ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীরা নেশার টাকা জোগাড় করার জন্য নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা করছে। আমরা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে পড়াশোনা করতে এসেছি। এখানে আমাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব প্রশাসনের। অথচ বারবার এই ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসন কোন কার্যকর ব্যবস্থা নেয় নি। বরং যেসব পদক্ষেপ আমরা দেখেছি তাতে মনে হয়েছে এ নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই।
বক্তারা আরও বলেন, অন্যান্য ক্যাম্পাসে আমরা দেখি রাত দুইটার পরও শিক্ষার্থীরা আড্ডা দিতে পারছে। কিনÍু আমাদের ক্যাম্পাসে রাত আটটার পর জনশূন্য হয়ে পড়ে। এর একটাই কারণ নিরাপত্তার অভাব। পুলিশ শুধু তিনটা গেটেই বসে থাকে। পুরো ক্যাম্পাসে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ। প্রশাসনের ব্যক্তিরা গাড়িতে ঘোরে, তাদের কোন চিন্তা নাই। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? বিশ^বিদ্যালয়ে মেগা প্রজেক্ট পাশ করে শুধু একাডেমিক ভবন নির্মাণ করে কি হবে? আমাদের যদি নিরাপত্তা না থাকে তবে আমরা কোথায় পড়াশোনা করবো?
এসময় উপস্থিত শিক্ষার্থীদের পক্ষে রাজিউর রহমান আট দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো – নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা, বহিরাগত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ ছাত্রদের উপর মানসিক ও অর্থনৈতিক নির্যাতন বন্ধ করা এবং সাইদুরসহ এ পর্যন্ত ছিনতাইয়ের শিকার প্রত্যেকের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, রিপন ইসলাম, মিঠুন সরকার,মাজহারুল ইসলাম, ফজলে রাব্বী, কায়েস রিমন, দর্শন বিভাগের শিক্ষার্থী তাকভীর হোসেন, আরবী বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনিসুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল রবিবার রাত নয়টায় বিশ^বিদ্যালয়ের মাদার বখ্শ হলের সামনে ছিনতাইয়ের শিকার হন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান। ছিনতাইকারীরা তাকে রড দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে তার কাছে থাকা তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST