নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের সেবাসমূহ ডিজিটাল উপায়ে প্রদানের জন্য সচেতনতামূলক আলোচনা কর্মসূচি।
আজ ১৬ই জুলাই, দুপুর দুইটা হতে তিনটা পর্যন্ত ঘন্টাব্যাপী নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে, নীলফামারী সদর উপজেলা, সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের সেবাসমূহ ডিজিটাল উপায়ে প্রদানের জন্য সচেতনতামূলক আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ আলী প্রোমানিকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলা, সমাজসেবা অফিসার, মোঃ গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের, ফিল্ড সুপার ভাইজার, মোঃ আব্দুল কাদের, পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সয়লেন বাবু, সাধারন সম্পাদক শান্তি পদ রায়, ইউনিয়ন পরিষদের সচিব নুরু ইসলাম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে, নীলফামারী সদর উপজেলার, সমাজসেবা অফিসার মোঃ গোলাম রাব্বানী, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা সমূহের ডিজিটাল উপায়ে বিকাশ/রকেট/ইউপে এর মাধ্যমে ভাতার অর্থ বিতরণের লক্ষ্যে মুল্যবান বক্তব্য রাখেন।