টানা বৃষ্টি আর উজানের পানিতে গাইবান্ধায় রেললাইন ডুবে যাওয়ায় ঢাকার সঙ্গে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, ‘সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নে বাদিয়াখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন চেয়ারম্যানবাড়ী মিয়াপাড়া রেলগেট এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে রেললাইনে পানি ওঠায় বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে ট্রেন চালানো বন্ধ করে দেয়া হয়। ফলে গাইবান্ধাসহ উত্তরের চার জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
পরিস্থিতি উর্দ্ধতন কর্তৃপক্ষ ও প্রকৌশলীরা রেললাইন পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘পানি ওঠায় এবং তীব্র স্রোতে রেললাইনের স্লিপার, মাটি ও পাথর সরে যাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই মুহূর্তে বলা যাচ্ছে না কখন আবার ট্রেন চালু করা যেতে পারে।’