জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা। উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার মীর হাসান আল বান্ন, আহসান হাবিব, উপ সহকারী কৃষি কর্মকর্তা হানজালা রহমান ও কৃষক আব্দুল জলিল প্রমুখ। আলোচনা শেষে কৃষি সম্প্রসারণ অফিসার আহসান হাবিব, শ্রেষ্ঠ বাগান চাষী ও স্টল এবং রাচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।