ডোমার,নীলফামারী প্রতিনিধি ,
আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংরক্ষিত ৪,৫ও ৬ নং সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ মার্চ ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে ও সংরক্ষিত সদস্য দিপালী রানী মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় আসন দুটি শুন্য হয়।
দলীয় প্রতিকে নির্বাচন হলেও শুধুমাত্র আওয়ামী লীগ দলীয় প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতিকে নির্বাচন করছেন। অন্যান্য দল এই নির্বাচনে অংশগ্রহন না করলেও ৪জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন এর মধ্যে আমিনুল ইসলাম রিমুন(নৌকা),দিলীপ কুমার রায় স্বতন্ত্র(মোটর সাইকেল),স্বতন্ত্র প্রার্থী মতিরাম রায়(ঘোড়া),সন্তোষ চন্দ্র অধিকারী স্বতন্ত্র(চশমা) ও সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম স্বতন্ত্র( আনারস) প্রতিকে নির্বাচন করছেন। নির্বাচনকে কেন্দ্র করে বোড়াগাড়ী ইউনিয়নে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস।নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ৯টি কেন্দ্রে ও ৫৫টি বুথে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতীহীন ভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ হাজার ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৬৪০ জন। উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান, সুষ্টুভাবে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শতভাগ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন।