সামাউন আলী,সিংড়া( নাটোর) প্রতিনিধি ,
“সবাই মিলে করব কাজ,গরব মোরা মুক্ত সমাজ” এই স্লোগানকে সামনে রেখে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নাটোর জেলার সিংড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের এক ঝাঁক মেধাবী তরুণ তরুণী ও বিভিন্ন পেশাজীবী মানুষ। দীর্ঘ তিন মাস পথ চলার পরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে “প্রতিভা ছাত্র কল্যান আর্থিক সহায়তা কেন্দ্র ” সংগঠনের উপদেষ্টাদের সিদ্ধান্ত অনুযায়ী এবং সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
আজ রোজ বুধবার ২৪শে জুলাই সকাল ১০ঘটিকায় প্রতিভা ছাত্র কল্যান আর্থিক সহায়তা কেন্দ্র সংস্থার অস্থায়ী কার্যালয়ে ২ বছর মেয়াদের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।উক্ত সংগঠনের প্রধান উদ্যোক্তা মোঃসামাউন আলী (সুমন) কে সভাপতি ও
মোঃ আরিফুল ইসলাম (আরিফ)কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।